১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

ঘোড়াঘাটে হাট-বাজারের ইজারা সম্পন্ন

আমাদের প্রতিদিন
1 week ago
42


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৭টি হাট-বাজারের ইজারা কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সুষ্ঠু ভাবে এ ইজারা সম্পন্ন হয়।

জানা যায়, হাট বাজারের সরকারি ইতিমালা অনুসারে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় হাট ইজারার দরপত্র আহ্বান করা হয়।দরপত্র সংগ্রহের শেষ সময় ছিল ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিট। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে দরপত্রের বাক্স খোলা হয়। ঘোড়াঘাট পৌরসভা বাদে উপজেলার ৭টি হাট-বাজার গুলো হলো, ১নং বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী হাট-হাট-বাজার, হরিপাড়া হাট-হাট-বাজার, ২নং পালশা ইউনিয়নের ডুগডুগিহাট বাজার, বলাহার হাট-হাট-বাজার, চৌধুরী গোপালপুর হাট-হাট-বাজার, ৩নং সিংড়া ইউনিয়নের চাঁদপাড়া হাট-হাট-বাজার, রানীগঞ্জ হাট-হাট-বাজার। হাটগুলোর মধ্যে সবচেয়ে বড় হাট রানীগঞ্জ হাট-বাজারের জন্য সর্বোচ্চ দরপত্র প্রদান করেছেন রানীগঞ্জ হাটের বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান। যার সর্বোচ্চ দরপত্রের মুল্য ৭ কোটি ১১ লাখ টাকা। অপরদিকে অন্যতম আরেকটি বড় হাট ডুগডুগি হাট-বাজারের জন্য সর্বোচ্চ....  টাকা দরপত্র প্রদান করে ইজারা পেয়েছেন ডুগডুগি হাটের বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল হোসেন প্রধান।

এ সময় ইজারা কার্যক্রম সম্পন্ন অনুষ্ঠানে ঘোড়াঘাট-হাকিমপুর সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত)শহিদুল ইসলাম, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলহামদু, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পবিষদের সাবেক চেয়ারম্যান শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, দরপত্র দাতা, ব্যবসায়ী, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth