৪ শ্রাবণ, ১৪৩২ - ২০ জুলাই, ২০২৫ - 20 July, 2025

পলাশবাড়ীতে সাবেক এমপি স্মৃতিসহ ৫৬ জন আওয়ামিলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা!

আমাদের প্রতিদিন
5 months ago
221


বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :

গাইবান্ধার পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি, আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, এমপির ছোট ভাই কৃষকলীগ সাধারণ সম্পাদক  আমিনুল ইসলাম পাপুল,ছোট ভাই কল্লোল,ভগ্নিপতি  সেকেন্দারহাজিসহ এজাহার নামীয় ৫৬ জনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

৩ ফেব্রুয়ারী সোমবার পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ বাদি হয়ে পলাশবাড়ী থানায় এই মামলা দায়ের করেন। যাহার মামলা নং ০৪ তাং ০৩/০২/২০২৫। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী বলেন সাবেক এমপি স্মৃতিসহ এজাহার নামীয় ৫৬ জন ও অজ্ঞাত আরো বেশ কিছু আওয়ামিলীগ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের  হয়েছে।আসামীকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth