১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

মাওলানা কেরামত আলী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 week ago
63


খবর বিজ্ঞপ্তির:

রংপুরের মাওলানা কেরামত আলী কলেজে, আড়ম্বরপূর্ণ পরিবেশে কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনি অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস উম্মে লতিফার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরন সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুহাম্মদ কবীর উদ্দিন। তিনি বলেন ক্রীড়া সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের এক অবিচ্ছেদ্য অংশ যার মাধ্যমে শরীর ও মন উভয়ই ভালো থাকে এবং সুস্থ দেহে ও সুন্দর মনে পড়াশোনায় মনোযোগী করে তোলে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো: রিপন মিয়ার পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও শ্রী প্রীতম চন্দ্ররায়ের গীতা পাঠ ও জাতীয় সংগীত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কলেজ এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মোমতাজুল সিদ্দিক, নবনির্বাচিত গভর্নিং বডির অভিভাবক সদস্য মোস্তাফিজার রহমান, মাসুদা বেগম, শিক্ষক প্রতিনিধি আবু কামাল চৌধুরী, ফরহাদ হোসেন, মোছা: রহিমা খাতুন সহ কলেজের একাদশ, দ্বাদশ ও অনার্স শ্রেণীর শিক্ষার্থী কলেজের শিক্ষকমন্ডলী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আহসান হাবীব রবু।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth