৩০ মাঘ, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

রাবিতে কুরআন পোড়ানোর ঘটনায় সন্দেহভাজন আটক, পরিচয় গোপন রাখায় বিতর্ক

আমাদের প্রতিদিন
1 week ago
58


রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র কুরআন শরীফ পোড়ানোর ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ্ হাসান নকীব আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় ও কোন থানায় রাখা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি, যা নিয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্নের ঝড় উঠেছে।

উপাচার্য সালেহ্ হাসান নকীব ফেসবুক পোস্টে জানান, "পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগ ঘটনার মূল সন্দেহভাজন এখন পুলিশের হেফাজতে। আলহামদুলিল্লাহ। আমরা যথাসময়ে বিস্তারিত জানাতে পারব। আমাদের তদন্ত কমিটি অসাধারণ কাজ করেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে, যাদের সহযোগিতা ছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনকে চিহ্নিত করা সম্ভব হতো না। ধন্যবাদ পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে, যারা তাদের দায়িত্ব পালন করেছে।"

কিন্তু এই পোস্টের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই প্রশ্ন তুলেছেন— যদি সন্দেহভাজন আটক হয়েই থাকে, তবে তার নাম-পরিচয় কেন প্রকাশ করা হচ্ছে না?

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন। এক শিক্ষার্থী বলেন, "যে ব্যক্তি এমন জঘন্য কাজ করেছে, তার পরিচয় গোপন রাখার কোনো যুক্তি থাকতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন দোষীর নাম প্রকাশ করছে না?"

আরেকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা চাই প্রকৃত অপরাধীর শাস্তি হোক। কিন্তু দোষীকে লুকিয়ে রাখলে সংশয় তৈরি হয়। প্রশাসনকে স্বচ্ছ হতে হবে।"

এই ব্যাপারে উপাচার্য বলেন, "যতটুকু বলা সম্ভব, তা জানানো হয়েছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। কারণ, বিষয়টি আমাদের একার হাতে নেই।"

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হলে কে বা কারা পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগ করে। বিষয়টি বিশ্ববিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার দিনই বিশ্ববিদ্যালয় প্রশাসন ৯ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth