৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

শেষ মূহুর্তে জমে উঠেছে সৈয়দপুর মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন

আমাদের প্রতিদিন
1 month ago
117


নীলফামারী প্রতিনিধিঃ

গোটা পরিবহন শ্রমিকদের মাঝে বিরাজ করছে নির্বাচনী আমেজ। আগামী ১৩ ফেব্রুয়ারি নীলফামারী জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের (২২০) ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে প্রার্থী ও কর্মী সমর্থকরা এখন ব্যস্ত সময় পার করছে। কারও দম ফেলবার ফুরসত নেই। দিন যতই যাচ্ছে, ব্যস্ততা ততই বাড়ছে তাদের। সবমিলিয়ে জমে উঠেছে জেলার পরিবহন সেক্টরের বৃহৎ সংগঠনের নির্বাচনী কার্যক্রম। ওইদিন সকাল ৮ টা থেকে একটানা বিকেল ৪ টা পর্যন্ত সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত হবে ওই নির্বাচন। এতে সংগঠনের ২ হাজার ৪২৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৮ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬ টি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদের মধ্যে সম্পাদকীয় ১৩ টি পদে ৩৫ জন এবং কার্যনির্বাহী সদস্যের ৩ টি পদে ৯ জন রয়েছেন। এরআগে কোষাধ্যক্ষ পদে মো. মনসুর আলী এমাদি এবং দপ্তর সম্পাদক পদে গণি ইসরাইল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বর্তমানে পরিবহন পাড়ায় যারা নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন, তারা হলেন-সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম ,মো. জিকরুল হক ও মো. হারুন রশিদ। কার্যকরী সভাপতি মো. দেলোয়ার হোসেন বাবলু ও মো. হাফিজুল ইসলাম। সহসভাপতি মো. আবু বক্কর সিদ্দিক ও মো. ছাইদুল ইসলাম । সাধারণ সম্পাদক মো. তামহীদ হোসেন (দিপু), মোহাম্মদ আলী ও মো. মাসুূদ রানা মানিক। যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান ও মো. মমতাজ আলী। সহ সাধারণ সম্পাদক মো. আকবর আলী, মো. তারিফ হোসেন খাঁ ও মো. দুলাল হোসেন। সাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান ,মো. জাহাঙ্গীর আলম বিপ্লব ও মো. মাসুদ রানা। সড়ক সম্পাদক (আন্ত:জেলা) মো. আব্দুল জলিল,মো. শফিকুল ইসলাম শফি ও মো.সোরাব হোসেন। সড়ক সম্পাদক (অভ্যন্তরীণ) মো. মশিউর রহমান ও মো. স্বপন। প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ জয় ও মো. আব্দুর রাজ্জাক। সমাজ কল্যাণ সম্পাদক মো. আসলাম পারভেজ,মো. খায়রুল বাসার,মো. জাহাঙ্গীর আলম ও মো. মিসবাহুল ইসলাম। সাংস্কৃতিক সম্পাদক মো. জাহেদুল ইসলাম মানিক,মো.পলাশ হোসেন, মো. রবিউল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে মো. মোখলেছুর রহমান শাহ., মো. সাবের আলী ও মো. স্বপন। কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে ৯ জন প্রার্থী হলেন জাহিদুল ইসলাম মানিক,মো. আইনুল হুদা,মো.আলম হোসেন, মো.জাহেদুল ইসলাম, মো.ডাবলু, মো. মকবুল, মো.রফিকুল ইসলাম, রবিউল ইসলাম ও শ্রী নিমাই চন্দ্র রায়।

তবে নির্বাচনে সভাপতি পদে তিন জনের মধ্যে লড়াই হবে ৷ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী ও তামহীদ হোসেন দিপুর মধ্যে  লড়াই হওয়ার সম্ভবনা রয়েছে ৷

বর্তমানে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটারদের ভোট পেতে কাজে লাগাচ্ছেন আত্মীয়স্বজনদের।

দিন যতই যাচ্ছে, প্রার্থীরা ব্যস্ততার মাঝেও চালিয়ে যাচ্ছে প্রচার প্রচারণা। প্রার্থীদের নানা রঙের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে গোটা এলাকা। এ নির্বাচনকে ঘিরে জেলার প্রতিটি টার্মিনাল ও বাসস্ট্যান্ড ছাড়াও হোটেল রেঁস্তোরায় চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতারাও পরিবহন সেক্টরের এ নির্বাচনকে নিয়ে বেশ আলোচনা করছেন।

এদিকে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য নির্বাচন পরিচালনা কমিটি নিরলসভাবে তাদের কাজ করে যাচ্ছেন। ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হয়েছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নুর – ই–আলম–সিদ্দিকী। জানতে চাইলে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রার্থীদের নির্বাচনী আচরণ মেনে প্রচারণা চালানোর জন্য বলা হয়েছে। নির্বাচন নিয়ে যাতে কোন প্রশ্ন না ওঠে সেজন্য আমরা সতর্ক রয়েছি। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন জানিয়ে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth