৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

আওয়ামীলীগের বিচারসহ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে খাটিয়া মিছিল

আমাদের প্রতিদিন
1 month ago
58


কুড়িগ্রাম প্রতিনিধি :

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহীদ বীর কাশেমকে হত্যাকারীদের বিচার, আওয়ামীলীগের বিচারসহ আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে 'প্রতীকী লাশের খাটিয়া' নিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১২ ফেব্রুয়ারি) বুধবার রাত ১০ টার দিকে জেলা শহরের কলেজ মোড় থেকে খাটিয়া ঘাড়ে নিয়ে মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শহরের শহীদ মিনার এলাকায় সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফয়সাল আহমেদ, যুগ্ম আহবায়ক জাহিদ ও নাগরিক কমিটির লিমনসহ অন্যান্যরা।

সমাবেশে শহীদ বীর কাশেমকে হত্যাকারীদের বিচার, ফ্যাসিস্ট আওয়ামীলীগের বিচার ও আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র নেতারা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth