রংপুরে শালবন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
রংপুরে শালবন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়। আজ (১৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকালে নগরীর কামলকাছনয় অবস্থিত শালবন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রংপুর জেলা পর্যায়ে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা (২০২৫) এ শালবন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী মনিষা রায় জেলা পর্যায়ে ১টি খেলায় ২য় এবং উপজেলা পর্যায়ের ২টি খেলায় ১ম ও ১টি খেলায় ২য় স্থান অধিকার করে। অপর শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেনীর মেঘলা রায় উপজেলা পর্যায়ে ১টি খেলায় ২য় স্থান অধিকার করে। তাদের এই সাফল্য অর্জন করায় শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষথেকে সংবর্ধনা জানান, শালবন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শেখ সামসুল হুদা (ডিএম)। এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শুক্তি রানী, সহকারি শিক্ষক বাদশা মিয়া, ফিরোজুল ইসলাম, রাজেন্দ্রনাথ দাস, মোস্তাফিজার রহমান, শাহিন গনি, দিপক কুমার সিংহ, আশাদুল ইসলাম, আমিরুল ইসলাম, প্রান্তি। এছাড়া অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।