৪ লোহার দন্ডের উপর ৩৩ হাজার ভোল্ট সঞ্চালন লাইনের টাওয়ার!

তাহাম্মেল হোসেন সবুজ, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে ৪ লোহার দন্ডের উপর দাড়িয়ে আছে ৩৩ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের টাওয়ার। দির্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় বৈদ্যুতিক লাইনটি থাকলেও কোন ব্যবস্থা গ্রহন করেনি কর্তৃপক্ষ। এরফলে চরম ঝুঁকিতে রয়েছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান সঞ্চালন সংযোগটি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পশ্চিমে ও শঠিবাড়ী গো-হাটি সংলগ্ন পূর্বদিক এলাকায় রয়েছে ৩৩ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের একটি টাওয়ার। এটির বেশিরভাগ অংশই চুরি হয়ে গেছে দির্ঘদিন আগে। টাওয়ারটির উপরের অংশে কিছু লোহার দন্ড এখন সংযুক্ত রয়েছে। কিন্তু নিচের দিকে কোন লোহার দন্ড নেই। শুধুমাত্র ৪টি মুল দন্ডে দাড়িয়ে আছে এটি। বেশ ঝুঁকিপূর্ণ টাওয়ারটির দ্রুত সংস্কার করা না হলে দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসি।
স্থানীয় শাহরিয়ার রেজা সেলিম বলেন, দির্ঘদিন ধরে টাওয়ারটির নিচের অংশগুলো চুরি হয়েছে। তারপরও রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লোকজন দৃষ্টি দেয়নি। টাওয়ার এখন বেশ ঝুঁকিপূর্ণ। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। একই কথা বলেন আরেক স্থানীয় সাহাদত হোসেন মন্ডল।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ কর্মরত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের দপ্তরে পশ্চিম দিক দিয়ে একটি ৩৩ হাজার ভোল্ট সঞ্চালন লাইন সচল রয়েছে। এটি দিয়ে রংপুর হতে আমাদের দপ্তরে বিদ্যুৎ প্রবাহিত করা হয়। বর্তমানে এই সংযোগটি সাপোর্টিং লাইন হিসেবে রাখা হয়েছে।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিনিয়র জেনারেল ম্যানেজার মুহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, আমি নতুন এসেছি। বিষয়টি আপনার কাছে প্রথম শুনলাম। আমি নোট করলাম, লোক পাঠিয়ে বিষয়টি সমাধান করব।