৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

সাবেক উপাচার্যের দুর্নীতি: রাবির ১১ শিক্ষককে দুদকের তলব

আমাদের প্রতিদিন
1 month ago
89


রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে ১১ জন শিক্ষককে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারী) দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুসন্ধানকারী দলের নেতৃত্বে রয়েছেন উপ-পরিচালক মো. সাইদুজ্জামান, সঙ্গে রয়েছেন আফনান জান্নাত কেয়া ও মো. আব্দুল্লাহ আল মামুন।

 অধ্যাপক আব্দুস সোবহান শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩৮ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেন এবং বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

দুদক সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি রাবির ১১ জন শিক্ষকের বক্তব্য নেওয়ার জন্য তলব করেছে। তারা হলেন—এ টি এম সাহেদ পারভেজ, সানজানা সোবহান, অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাজু সরদার, মো. জুলহাস হোসেন, নূর নুসরাত সুলতানা, মো. সালাউদ্দিন,  শিবলী ইসলাম,  অধ্যাপক গাজী তৌহিদুর রহমান, অধ্যাপক আব্দুল মজিদ, অধ্যাপক আব্দুল লতিফ

দুদকের তদন্ত কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য গ্রহণের পর পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করবে। এ ঘটনা নিয়ে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth