গঙ্গাচড়ায় আড়াই কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে আড়াই কেজি গাঁজাসহ বিপুল চন্দ্র রায় নামে এক মাদক কারবারি আটক হয়েছে।
আজ শনিবার সকাল আনুমানিক নয়টার দিকে উপজেলার লক্ষিটারী ইউনিয়নের পূর্ব ইচলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বিপুল বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বানাইল, ওয়াবদা পাড়া (উত্তর পাড়া) এলাকার মৃত বিমল চন্দ্র রায়ের ছেলে। রংপুর জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আজ (১৫ ফেব্রুয়ারি) শনিবার সকালে বিপুল গাঁজা নিয়ে লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে পিকআপ যোগে রংপুর শহরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদে রংপুর জেলা ডিবি'র অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবু মোঃ সিদ্দিকুজ্জামান এঁর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ফোর্সসহ
তাকে আটক করে। এসময় পিকআপের সীটের নিচে বিশেষ কায়দায় রাখা আড়াই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান আটক বিপুলকে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।