নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র ফাকু গ্রেপ্তার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু (৬৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ২টায় নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ টিম ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করে। পরে তাকে নাগেশ্বরী থানার বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা, গাড়ী ভাঙ্গচুর মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের মাস্টার পাড়াস্থ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন। গ্রেপ্তারের পর সকাল ১০ টার দিকে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য মোহাম্মদ হোসেন ফাকু ২০২১ সালের ২৭ জানুয়ারি পৌরসভা নির্বাচনে সতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। পরে জুলাই গণঅভ্যুত্থানের পর আন্তবর্তীকালীন সরকার এসে দেশের সকল মেয়র পদ বাতিল করলে তিনি পদচ্যূত হন।