গঙ্গাচড়া কমিউনিটি ক্লিনিকের সিজি’র সদস্যদের ওরিয়েন্টেশন

গঙ্গাচড়া (রংপুর)প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া কমিউনিটি ক্লিনিকের সিজি’র সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বিকাশ কেন্দ্র এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। আজ (১৬ ফেব্রুয়ারি )রবিবার সকালে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে
সভাপতিত্ব করেন ডা: মো: শামসুর রহমান, প্রকল্প সমন্বয়কারী, গ্রাম বিকাশ কেন্দ্র, পিপিইপিপি-ইইউ প্রকল্প, উত্তর পশ্চিমাঞ্চল, রংপুর। স্বাগত বক্তব্য রাখেন কারিগরি কর্মকর্তা-পুষ্টি মোছা: সুরাইয়া আকতার , গ্রাম বিকাশ কেন্দ্র, পিপিইপিপি-ইইউ প্রকল্প। ওরিয়েন্টেশনে সেশন পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ রিফাত আরা খান।
প্রসপারিটি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন কারিগরি কর্মকর্তা -কমিউনিটি মোবিলাইজেশন মো: জিয়াউর রহমান, গ্রাম বিকাশ কেন্দ্র, পিপিইপিপি-ইইউ প্রকল্প, উত্তর-পশ্চিমাঞ্চল, রংপুর। এ সময় উপস্থিত ছিলেন এমআইএস অফিসার কাজী মাহবুব হাসান, গ্রাম বিকাশ কেন্দ্র, সহকারী কারিগরি কর্মকর্তা-পুষ্টি হিরু রায়, মো: আসাদুল ইসলাম, সিএইচসিপি সুবর্ণা আক্তার প্রমুখ।
কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের গ্রামীন হত দরিদ্র সুবিধা বঞ্চিতসহ সকলের জন্য মানসন্মত টেকসই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জনগনের দোড়গড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেওয়াই কমিউনিটি ক্লিনিকের মূল উদ্দেশ্য। কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে সিজি’র ভূমিকা কী তা তাদেরকে বিস্তারিতভাবে জানানো এবং সিসি পরিচালনার ক্ষেত্রে অধিকতর সক্রিয় করা। কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়ন করা। সিসি পরিচালনার ক্ষেত্রে সিজি’র ভ’মিকা কী, সিজি’র সভা নিয়মিত করণে সিজি’কে উদ্যোগী করা, সিজি’র দায়িত্ব কর্তব্য কী, সিসি থেকে স্বাস্থ্য সেবা প্রাপ্তির ক্ষেত্রে অতিদরিদ্র ও অতিনাজুক জনগোষ্ঠীকে অগ্রাধিকার প্রদান করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ওরিয়েন্টেশনে গঙ্গাচড়া ইউনিয়নের আরাজিনিয়ামত সিসি, চেংমারী সিসি, গান্নারপাড়া সিসি, ভুটকা সিসি, ধামুর সিসি ও আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী সিসি, ডাংগীপাইকান সিসি, আলমবিদিতর সিসি’র সিজি’র সভাপতি, সিএইচসিপি, জমিদাতা, ক্যাশিয়ার ও সাধারণ সদস্যসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।