৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবীতে বিএনপির দুইদিন ব্যাপি টানা ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচীর ডাক

আমাদের প্রতিদিন
1 month ago
155


মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী):

উত্তরাঞ্চলের তিস্তা নদীর ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবীতে “জাগে বাহে তিস্তা বাঁচাই” স্লোগানে জেগে উঠেছে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার সাধারন মানুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সম্বনয়কারী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তার পানি বন্ঠন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী টানা ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচীর ডাক দিয়েছে। কর্মসূচীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতারা সহ পাঁচ জেলার বিভিন্ন শীষস্থানীয় রাজনৈতিক নেতারা সংহতি জানিয়ে বক্তব্য রাখার কথা রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৭ ফেব্রুয়ারী লালমনিরহাটে এ কর্মসূচীর উদ্ভোধন করবেন। কর্মসূচী ঘিরে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় নের্তৃবৃন্দরা।

তিস্তা নদীর ১১ টি পয়েন্টে “জাগে বাহে তিস্তা বাঁচাই” এই স্লোগানে দুইদিন ব্যাপী কর্মসূচী পালিত হবে। যেসব স্থানে কর্মসূচী পালিত হবে এর মধ্যে স্থান গুলো হলো নীলফামারী জেলার তিস্তা ব্রীজের পশ্চিম পার্শ্ব, হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্রীজের পূর্ব পার্শ্ব, কালীগঞ্জ উপজেলার মহিপুর সড়ক সেতু সংলগ্ন, আদিতমারীর উপজেলার মহিষখোচা ইউনিয়ন, লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেল সেতু সংলগ্ন, গঙ্গাচড়া উপজেলার মহিপুর সড়ক সেতু সংলগ্ন, কাউনিয়া উপজেলার তিস্তা রেল সেতু সংলগ্ন, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সরিষাবাড়ী ঘড়িয়াল ডাঙা, উলিপুর উপজেলার পাকার মাথা, গাইবান্ধা জেলার হরিপুর সেতু সংলগ্ন, কালীগঞ্জ উপজেলার মহিপুর সেতুর পশ্চিম পার্শ্ব।

নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার সাধারন মানুষেরা দীর্ঘদিন ধরে তিস্তার পানি বৈষ্যমের শিকার হয়ে আসছে। আওয়ামীলীগ সরকারের কাছে বিগত দিনে উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য হিস্যার দাবীতে তিস্তার পানি বন্ঠন সহ মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবী জানিয়ে আসছিল। প্রতিবেশী দেশ ভারতের কাছে তৎকালীন আওয়ামীলীগ সরকার দাবী আদায় করতে পারেনি বরং প্রতিবেশী দেশ ভারতের একগুয়েমীর কারনে কোনঠাসা হয়ে ছিল আওয়ামীলীগ সরকার। ২০১৬ সালে চীন সরকার তিস্তা নদী খননে মহাপরিকল্পনার নকশা বাস্তবায়ন করে। ছাত্র জনতার আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভূত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর তিস্তা নদীর ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ কর্মসূচী ঘোষনা করেছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth