৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

কুড়িগ্রামে ডেভিল হান্টের অভিযানে গত ২৪ ঘন্টায় ১৭ জন গ্রেফতার

আমাদের প্রতিদিন
1 month ago
93


কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে অপারেশন ডেভিল হান্টে শনিবার ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্হান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

তিনি আরো জানান, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের  বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন  গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী ১৭জনকে গ্রেফতার করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি জনাব মোঃ বজলার রহমান বলেন,  কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন ৮ নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম (৩৮), ভিতরবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডলার (৫৮), রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম প্রামানিক (৪৮), ছিনাই ইউনিয়ন কৃষকলীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী শ্যামল চন্দ্র রায় (৪০), সদর আওয়ামীলীগ সমর্থক আঃ রহমান (৫৪), শামীম সরকার (২৭), রৌমারী উপজেলার শোলমারী ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মোহাম্মদ কফিল উদ্দিন (৬৭), রৌমারী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারি মোহাম্মদ চান মিয়া (৪৩), চর রাজিবপুর উপজেলার  রাজিবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমীন (৩৭), চিলমারী উপজেলার রানীগঞ্জ ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক শ্রী রাম চন্দ্র দাস (৪৫), কচাকাটা বল্লবের খাস ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস (৫৪), ভূরুঙ্গামারী বঙ্গ সোনাহাট ইউনিয়ন ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সুলতান মিয়া (৩৮), ভূরুঙ্গামারী  শিলখুড়ী ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আলাল উদ্দিন (৪০), ভূরুঙ্গামারী উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি শ্রী রাজেস প্রসাদ (২৯), ফুলবাড়ী ভাঙ্গামোড় ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সক্রিয় সদস্য মোঃ মিজানুুর রহমান বাবুল (৪৫), উলিপুর উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মোল্লা (২৪) ও উলিপুর দলদলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সমর্থক নুর জামাল (৪৭) সহ মোট ১৭ জন ফ্যাসিস্ট কে গ্রেফতার করেছে পুলিশ।

এই অভিযান সরকার কর্তৃক আদিষ্ট হয়ে পুলিশ বিভাগের নেতৃত্বে চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে।

রোববার গ্রেফতারকৃতদের পুলিশ কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক সকলকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth