৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

শিক্ষা সফরে রৌমারীর শিক্ষক’রা

আমাদের প্রতিদিন
1 month ago
1K


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

শিক্ষা সফরে শেরপুরের গজনী অবকাশ ঘুরে এলেন কুড়িগ্রামের রৌমারীর শিক্ষক’রা। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) শেরপুরের গজনী অবকাশ ঘুরে বেড়ান তারা।

এতে প্রায় ৩শ’র অধিক শিক্ষক এবং তাদের পরিবার মিলে শিক্ষা সফরে আনন্দ ভাগাভাগি করেছেন। পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠান হিসেবে নাচ, গান, কবিতা-আবৃত্তি করা হয়। এসময় উপস্থিত ছিলেন রৌমারী কৃতি সন্তান ও শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ।

আরও উপস্থিত ছিলেন, রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রেজু, ইটালুকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল সরকার, বড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাছ আলী, রৌমারী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপা বেগম, চরশৌলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার, নতুনবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আক্তারুজ্জামান হোসেন লাভলু, খঞ্জনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমজাদ হোসেনসহ অনেকেই।

শিক্ষক’রা বলছেন, আনন্দ ভ্রমণ আমাদের মনের খোরাক জোগায়। পাশাপাশি শিক্ষার অংশ হিসেবে জ্ঞানও বৃদ্ধি হয়। তাই বছরে একবার হলেও দর্শনীয় স্থান ঘুরে আসা প্রয়োজন বলে মনে করেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth