৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে রাবিতে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৪

আমাদের প্রতিদিন
1 month ago
147


রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনাল ম্যাচ রূপ নেয় রণক্ষেত্রে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ম্যানেজমেন্ট ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর এই ম্যাচ হঠাৎই সংঘর্ষে রূপ নেয়। এতে এক শিক্ষকসহ চারজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, খেলার প্রথম ইনিংসে ম্যানেজমেন্ট বিভাগ ১৩৬ রানের টার্গেট দেয়। শেষ ওভারে গণিত বিভাগের প্রয়োজন ছিল মাত্র ৫ রান। উত্তেজনার পারদ তখন তুঙ্গে। ঠিক সেই মুহূর্তে গ্যালারিতে থাকা দুই বিভাগের সমর্থকদের মধ্যে শুরু হয় কথার লড়াই, যা দ্রুত রূপ নেয় হাতাহাতিতে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শুরু হয় ইট-পাটকেল নিক্ষেপ। এতে গণিত বিভাগের তিন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মাথা ও চোখে আঘাত লাগায় দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।

অবাক করার বিষয় হলো, সংঘর্ষ চলাকালীনও খেলা বন্ধ হয়নি! উত্তেজনার মাঝেই শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যায় দুই দল, যেখানে নাটকীয় জয়ে হাসে গণিত বিভাগ।

সংঘর্ষের বিষয়ে গণিত বিভাগের এক শিক্ষার্থী বলেন, "শুরু থেকেই ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা আমাদের উস্কানি দিচ্ছিল। শেষ ওভারে যখন আমরা জয়ের দ্বারপ্রান্তে, তখন তারা আমাদের ওপর চড়াও হয়।"

অন্যদিকে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আসিফ বলেন, "খেলা স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎই গণিত বিভাগের শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা চালায়। তখন আমরা বাধ্য হয়ে প্রতিরোধ করি।"

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth