৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

অপারেশন ডেভিল হান্ট: গঙ্গাচড়ায় কোলকোন্দ ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেফতার

আমাদের প্রতিদিন
1 month ago
62


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইদুর রহমান মনাকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

গতকাল (১৬ ফেব্রুয়ারি) রবিবার রাত দশটার দিকে সেনাবাহিনী ও গঙ্গাচড়া মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে কোলকোন্দ ইউনিয়নের পীরেরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে।

সাইদুর রহমান মনা পীরেরহাট বাজার এলাকার মোঃ মোখলেছার রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, সাইদুর রহমান মনার বিরুদ্ধে  দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি,  রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃংখলা বিঘ্ন করে জনমনে ক্ষোভের সৃষ্টি ও উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে অনলাইনে এবং জনসম্মুক্ষে প্রচারনা চালানোসহ আমলযোগ্য অপরাধ করার প্রস্তুতির অভিযোগ আছে।  প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth