৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

তিস্তা রক্ষার দাবীতে ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু আজ

আমাদের প্রতিদিন
1 month ago
85


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটসহ উত্তর অঞ্চলের ৫ জেলার মানুষের দীর্ঘদিনের প্রাণে দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যাসহ তিস্তা চুক্তি। তিস্তা পাড়ের মানুষ গুলোকে নিয়ে বিভিন্ন সময় রাজনীতি হলেও তাদের ভাগ‌্যের পরিবর্তন হয়নি। এই দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে বিভিন্ন সংগঠন। বিভিন্ন সরকারের সময় মৌখিক আশ্বাস মিললেও বাস্তবায়ন হয়নি এই দাবি। এর ফলে তিস্তা নদীর দুই পাড়ে মানুষের দুঃখ-দুর্দশা প্রতিনিয়ত বাড়ছে। এমন পরিস্থিতিতে তিস্তা পাড়ের মানুষের দুঃখ লাঘবের দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।  তিস্তার পানি বণ্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষিত দুই দিনের কর্মসূচি আজ সোমবার থেকে শুরু হচ্ছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে লালমনিরহাট তিস্তা রেলসেতু সংলগ্ন এলাকায় কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘জাগো বাহে-তিস্তা বাঁচাও’ স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেবে বিএনপি ও তার মিত্ররা। দিনরাত টানা ৪৮ ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালিত হবে।

তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আগামীকাল মঙ্গলবার কর্মসূচির সমাপনী দিনে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়াও দেশের উত্তরের পাঁচ জেলা- লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নিলফামারীর এগারো স্থানে দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারাও অংশ নেবেন।

জানা গেছে, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অভিমুখে পদযাত্রা এবং নদীর দুই তীরে ২৩০ কিলোমিটার জুড়ে অবস্থান কর্মসূচি পালন করবে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ কমিটি। ‘জাগো বাহে, তিস্তা বাঁচাও’ স্লোগানে তিস্তা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। তিস্তা ব্যারাজ, কাউনিয়া সেতু, মহিপুর সেতুসহ বিভিন্ন স্থানে তাঁবু টানিয়ে এসব কর্মসূচি পালন করা হবে।

পদযাত্রার বিভিন্ন স্পটগুলোতে পৃথকভাবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

তিস্তা রক্ষা কর্মসূচির বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলু জানান, ৪৮ ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে উত্তরবঙ্গজুড়ে বিশাল গণজমায়েতের আয়োজন হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তি, নদী গবেষক ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরা যোগ দেবেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth