৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

বিএনপি সাধারণ মানুষের পাশে ছিল-আছে : আলাল

আমাদের প্রতিদিন
1 month ago
91


কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি :  

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলির সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল ব‌লেন, 'আমরা বিদেশী‌দের কাছে প্রভুত্ব চাই না, বন্ধুত্ব চাই। এই কথাটি প্রমাণ করার জন্যই তিস্তা পাড়ে আজকের এই সমাবেশ।'

সোমবার(১৭ ফেব্রুয়া‌রি)‌বি‌কে‌লে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের বুড়িরহাট তিস্তা নদীর পাড়ে দু্ইদিন ব‌্যাপী অবস্থান কর্মসূচিতে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন তি‌নি।

তি‌নি আরো ব‌লেন, আমরা বন‌্যা ও ভাঙন কব‌লিত মানুষের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করে বলতে চাই, বিএনপি সাধারণ মানুষের পাশে ছিল, আছে-ভবিষ্যতেও থাকবে। কখনও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীরউত্তম) নেতৃত্বে, কখনও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, কখনও তা‌রেক রহমানের নেতৃত্বে আস্থা স্থাপন করেছে মানুষ। তার নজীর আজকের এই বিশাল গণজমায়েত।

তি‌নি ব‌লেন, 'আন্তর্জাতিক বন্ধুদেরকে আমরা বলব, নিরপেক্ষ আচরণের মাধ্যমে বাংলাদেশের মানুষকে তিস্তার এই ভয়াল থাবা থেকে মুক্তি দিন।'

জা‌গো বা‌হে তিস্তা বাঁচাই এই স্লোগা‌নে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি কুুড়িগ্রাম জেলা শাখার আয়োজ‌নে অবস্থান কর্মসূ‌চি‌তে উপ‌স্থিত ছি‌লেন,

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ ছাড়া উলিপুর উপ‌জেলার থেতরাই ইউনিয়‌নের পাকার মাথায় অ‌বস্থিত তিস্তা নদীর তীরবর্তীতে তিস্তা নদী রক্ষা আন্দোলন ক‌মি‌টি উলিপুর শাখার আয়োজ‌নে দুই দি‌নব‌্যাপী অবস্থান কর্মসূ‌চি‌ পা‌লিত হয়। এ সময় বক্তব‌্য রা‌খেন, উলিপুর উপ‌জেলা শাখা বিএন‌পির সদ‌্য সা‌বেক সভাপ‌তি হায়দার আলী মিঞা, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হা‌বিব নয়ন, যুবদল নেতা আপন আলমগীর প্রমুখ।

জানা গে‌ছে, তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। দুইদিন ব‌্যাপী কর্মসূচির প্রথম দিন আজ।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth