৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে র‌্যাগিং এক ছাত্রী মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

আমাদের প্রতিদিন
1 month ago
189


পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ

পীরগঞ্জস্থ রংপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে র‌্যাগিং এ এক ছাত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। র‌্যাগিং হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে কলেজটির অধ্যক্ষ তদন্ত কমিটি গঠন করেছেন। গতকাল সোমবার গঠিত কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বর্তমানে কলেজে অশান্ত পরিস্থিতি চলছে।

অভিযোগে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নে করতোয়া নদী পাড়ে প্রতিষ্ঠিত রংপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ। কলেজটির ৫ম ব্যাচের ১২ জন শিক্ষার্থী তাদের জুনিয়র ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়ে আসছে। এর আগেও কলেজটিতে এই রাগিং এর ঘটনায় পীরগঞ্জ থানায় কয়েকজন শিক্ষার্থীকে  পুলিশ নিয়ে আসে। পরে গভীররাতে কলেজটির অধ্যক্ষ মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নেন। এদিকে গত ১২ ফেব্রুয়ারী রাত ৯ টা থেকে প্রায় ৪ ঘন্টাব্যাপী ৫ম ব্যাচের ১২ শিক্ষার্থী যথাক্রমে আবু বক্কর সিদ্দিক, আলিফ, সিজান, রুবেল, রাকিবুল ইসলাম সি.আর, নেফাউর সি.আর, হাসিব সিআর, জীবন, আবু সাঈদ, সাকিব, অমিত এবং রাকিবুল ওয়াই.ই ৬ষ্ঠ ব্যাচের ৬০ জন শিক্ষার্থীকে মধ্যযুগীয় কায়দায় র‌্যাগিং (নির্যাতন) করে।

এ সময় টুকুরিয়া ইউনিয়নের এক ছাত্রী মুমূর্ষু হলে তাকে দূরত্ব  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে ১৬ ফেব্রুয়ারী  ৬ষ্ঠ ব্যাচের শিহাব, ইমন, বিকাশ সহ ৬০ শিক্ষার্থী ৫ম ব্যাচের উল্লেখিত শিক্ষার্থীদের র‌্যাগিং থেকে বাঁচতে এবং তাদের শাস্তির দাবিতে তারা অধ্যক্ষ বরাবরে একটি লিখিত অভিযোগ দেয়। এতে র‌্যাাগিংয়ে জড়িত ৫ম ব্যাচের শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল, ক্যাম্পাসকে র‌্যাগিং মুক্ত ঘোষণা সহ ৪ দফা দাবি করা হয়েছে। অভিযোগের আলোকে অধ্যক্ষ ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কি ধরনের শাস্তি মুলক ব্যবস্থা নেয়া যায় তার সুপারিশের জন্য ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন। ওই কমিটিতে যাকে প্রধান করা হয়েছে, তার বিরুদ্ধেও শিক্ষার্থীরা র‌্যাগিংয়ের পরিকল্পনাকারীর অভিযোগ তুলেছেন। অপরদিকে কলেজে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।

অভিযোগকারী শিহাব বলেন, তদন্তকারী দলের যাকে প্রধান করা হয়েছে তিনিই এই অভিযোগে অভিযুক্ত। তদন্ত কমিটির প্রধান এসএম কবির বলেন, তদন্ত কমিটির প্রধান করে আজ এ চিঠি পেয়েছি যেহেতু তদন্ত চলমান এ বিষয়ে তথ্য প্রমানের ভিত্তিতে দোষীদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার  সুপারিশ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth