৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে উত্তাল রংপুরের রাজপথ

আমাদের প্রতিদিন
3 weeks ago
127


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির  দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুরের রাজপথ।

মিছিল স্লোগানে এই জামাত নেতার মুক্তির দাবি করেন রংপুরের জামাত-শিবিরের নেতাকর্মীরা। অন্যথায় সারা দেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি)  দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে জামাতের কেন্দ্রীয় নেতা ও রংপুরের সন্তান এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রংপুর মহানগর ও জেলা শাখার আয়োজনে বিক্ষোভ  সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।

তিনি বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাহী আদেশে মুক্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডঃ ইউনুসের প্রতি আহ্বান জানান, অনতিবিলম্বে মুক্তি দেয়া না হলে পুরো বাংলাদেশকে অচল করে দেয়াহবে।

সমাবেশে রংপুর মহানগর আবির উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা প্রমূখ ।

এরপর সমাবেশ শেষে পাবলিক লাইব্রেরী মাঠ থেকে মিছিলটি বের হয় ডিসির মোড়,সিটি বাজার পায়রা চত্বর,জাহাজ কোম্পানি  মোড়, গ্রান্ড হোটেল মোড় শাপলা চত্বরে গিয়েই শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা  বিভিন্ন ফেস্টুন প্লাকাড হাতে বহন করেন।

তারা জামাত শিবির জনতা গড়ে তুলে একতা, বাংলাদেশ জামাতে ইসলামী, এটিএম আজহারুল ভাই জেলে কেন চাই জবাব চাই, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ,অবিলম্বে আজহারুল ভাইয়ের মুক্তি চাই দিতে হবে  ইত্যাদি স্লোগানে স্লোগানে জামায়াত নেতা এটিএম আজহারুলের মুক্তির দাবি করেন।  এসময় বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামীলীগ সরকার না থাকলেও তার সময় ক্যাঙ্গারু বিচারব্যবস্থার মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ কারান্তরীন রয়েছে। অথচ ৫ আগস্টের পর দেশ ফ্যাসিজম মুক্ত হওয়ার পর অনেকেই কারাগার থেকে মুক্তি পেয়েছে। তবে জামায়াতের এই নেতাকে মুক্তি দেওয়া হচ্ছে না। বক্তারা, দ্রুত সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত ও দলীয় নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দিতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth