গঙ্গাচড়া কেন্দ্রীয় দূর্গা ও কালী মন্দিরের পরিচালনা কমিটি গঠন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
গঙ্গাচড়া কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর গিরিয়ারপার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবেন রায়কে সভাপতি, গঙ্গাচড়া বিএম কলেজের প্রভাষক শ্যামল চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক, পীরেরহাট পাইলট কিন্ডারগার্ডেন স্কুলের পরিচালক সুধীর চন্দ্র বর্মনকে কোষাধ্যক্ষ, নির্মল রায়কে (সাংবাদিক) সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার রাতে গঙ্গাচড়া কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির অফিস কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ক্ষ্যান্ত রানী রায়। এ সময় মন্দিরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।