হিলিতে হেরোইন, ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী আটক

হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এসময় ফরিদুল ইসলাম নামে একজন আটক করা হয় এবং মোফাজ্জল হোসেন নামে একজন পালিয়ে যায়।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সারাদিন অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ী ও মাদক উদ্ধার করে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মতিয়ার রহমান।
আটককৃত আসামী ফরিদুল ইসলাম (৩৫) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার রহিদুল বিশ্বাসের ছেলে এবং পলাতক আসামী মোফাজ্জল হোসেন (৫০) একই এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মতিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি যে আটককৃত আসামী এবং পলাতক আসামী দীর্ঘ দিন যাবৎ নিজ বাড়িতে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। পরে তাদের বাড়িতে মাদকদ্রব্য অধিদপ্তরের টিম অভিযান পরিচালনা করে ফরিদুল ইসলামের বাড়ি থেকে একটি ডারবি নামীয় সিগারেটের প্যাকেটে রক্ষিত পলিথিনে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য হেরোইন চার গ্রাম এবং একই সিগারেটের প্যাকেটে মোড়ানো ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের বাড়ি হতে খাটের উপর তোষকের নিচ থেকে ৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
আটককৃত আসামীর নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক স্থানীয় থানাতে সুপর্দ করা হয়। পরে সেখান থেকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতের প্রেরণ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।