পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতা রাস্তার কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধ:
রংপুরের পীরগঞ্জে নির্মানাধীন রাস্তার কাজ বন্ধ করে দশ হাজার টাকা চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব, ওয়ার্ড বিএনপি’র সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়কের বিরুদ্ধে। চাঁদা নেয়ার ঘটনায় ওই এলাকায় বইছে সমালোচনার ঝড়।
জানা গেছে, উপজেলার শানেরহাট চারমাথা থেকে পাঁচগাছী ইউনিয়নের রহমতপুর পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় ২০ কি.মি. রাস্তা সম্প্রসারনের জন্য টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে।
১৭ ফেব্রুয়ারী সোমবার পাঁচগাছী ইউনিয়নের বিরাহীমপুরে ঠিকাদারের লোকজন প্রতিদিনের ন্যায় রাস্তার কাজ করার সময় পাঁচগাছী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আব্দুর রশিদ, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক রয়েল প্রধান, ৪ নং ওয়ার্ড সভাপতি এরশাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক জয়দুল মিয়া ও ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক হারুন অর রশিদ ঠিকাদার নিম্মমানের সামগ্রী দিয়ে কাজ করছে বলে অভিযোগ তুলে বন্ধ করে দেন। সারা দিন কাজ বন্ধ থাকার পর ঠিকাদারের ম্যানেজার দেন দরবার করে ১০ হাজার টাকা দিয়ে মিমাংসা করে কাজ পুনরায় শুরু করেন। টাকা নেয়ার ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে।
বিষয়টি জানতে ঠিকাদার আবু শামাহ্’র মুঠো ফোনে কল দিলে তিনি তা রিসিভ করেনি। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে আব্দুর রশিদ মিয়ার সাথে কথা হলে তিনি জানান, এলকাবাসী কাজ বন্ধ করে দিয়েছে শুনে আমি ওখানে যাই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সামনে ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে আমি যেন প্রার্থী হতে না পারি সেজন্য আমার প্রতিপক্ষ অপপ্রচার করছে। পাঁচগাছী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক একরামুল হক আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মান ইজ্জত শেষ। ঘটনাটি এলকায় ভাইরাল হয়েছে। আমি উপজেলা নেতাদের বিষয়টি জানাবো। তারা সাংগঠনিক ব্যবস্থা নেবে। আমিতো কোন ব্যবস্থা নিতে পারবনা।