কাউনিয়ার হারাগাছে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় হারাগাছ সরকারি কলেজ ছাত্রদল সদস্য ফরম বিতরণ করছে। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে হারাগাছ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করেন।
হারাগাছ কলেজের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদেলর সহ সভাপতি এমএম মুসা।
শিক্ষার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব আফতাবুজ্জমান সুজন।
এসময় উপস্থিত ছিলেন, হারাগাছ পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি রেজাউল করিম রেজা, জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সাজ্জাদ হোসেন আকাশ, হারাগাছ পৌর ছাত্রদলের আহবায়ক মেহেদী ফয়সাল করিম, যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল নোমান গালিব, আফতারুজ্জামান বাঁধন, হারাগাছ কলেজ শাখার সদস্য নাজমুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য ফজলে বারী, রায়হান কবীর, শান্ত, ফাহাদ প্রমুখ।
কেন্দ্রীয় ছাত্রদেলর সহ সভাপতি এমএম মুসা বলেন, ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হচ্ছে। তাদের কাছে দলের আদর্শ তুলে ধরা হচ্ছে। এর মাধ্যমে তৃণমূল থেকে ছাত্রদল আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, ছাত্রদল আগামীর বাংলাদেশ বিনির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রদলের কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে ছাড় দেয়া হবে না। অনৈতিক কাজ করলে পুলিশের কাছে তুলে দেয়া হবে।