পীরগঞ্জে ইকো পাঠশালার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা পুরুস্কার বিতরণ

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ইকো পাঠশালার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান হয়েছে। বুধবার বিকেল ইকো পাঠশালা মাঠ চত্তরে এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়।
ইকো পাঠশালা এন্ড কলেজ অধ্যক্ষ ড.সেলিমা আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল।
আলোচনা শেষ অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।