৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

বিরলে ওয়ার্ল্ড ভিশনের নগদ অর্থ বিতরণ

আমাদের প্রতিদিন
3 weeks ago
38


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে ইন্ট্রিগ্রেটেড লাইভলিহুড টেকনিকেল প্রোগ্রামের আওতায় ৩২৫ টি অতি-দরীদ্র পরিবারের মাঝে গোবাদী পশু ক্রয়ের লক্ষ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা প্রাণীসম্পদ অফিসার ড. কাজী মাহাবুবুর রহমান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ব্যবস্থাপক নিমা ফ্লোরা দাস, প্রোগ্রাম অফিসার এনটিনা দাস, প্রোগ্রাম অফিসার শিশির রোজারিও, প্রোগ্রাম অফিসার ডেভিড ফোলিয়া, বিরল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।

ইউপি/ভিডিসি/এলাকার জনগণ দ্বারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের মাধ্যমে ভান্ডারা ও শহরগ্রাম ইউনিয়নের ৩২৫ টি নির্বাচিত অতি-দরীদ্র পরিবারের মাঝে আয়-বৃদ্ধিমূলক কর্মকান্ডের (ফার্ম/নন-ফার্ম বিষয়ক) জন্য প্রত্যেক অতি-দরীদ্র পরিবারকে নিজস্ব বিকাশ একাউন্টের মাধ্যমে নগদ ১৮,০০০ হাজার টাকা প্রদান করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth