৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

বদরগঞ্জে শিক্ষকের অশালীন অডিওকল ভাইরাল প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আমাদের প্রতিদিন
3 weeks ago
72


আঞ্চলিক প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে রাশেদুল ইসলাম নামে এক খন্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে অশালীন ভাষায় কথা বলার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি অডিও (কলরেকর্ড) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় একদল শিক্ষার্থী তাঁর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। অভিযুক্ত ওই শিক্ষক বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ও স্টেশন রোডস্থ অ্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বদরগঞ্জ শহীদ মিনার চত্বরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অংশ নেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন। শিক্ষার্থীদের দাবি, বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ও স্টেশন রোডস্থ অ্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক রাশেদুল ইসলাম দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে অশালীন ভাষায় কথা বলেন। গত বৃহ¯পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে সেই কল রেকর্ডটি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মানববন্ধনে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজওয়ান হাসান বলেন, ‘এই শিক্ষককে অবিলম্বে স্কুল থেকে অপসারণ করতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে করবো।’ ছাত্রদল নেতা তুফান খান জানান, শুধু রাশেদুল ইসলাম নয়, বদরগঞ্জে আরও অনেক শিক্ষক আছেন যারা শিক্ষার পরিবেশ নষ্ট করছেন। তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যান্য শিক্ষার্থীদের দাবী, একজন শিক্ষকের কাছ থেকে এমন অশালীন আচরণ অনাকাক্সিক্ষত ও লজ্জাজনক। এ ধরনের ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে এবং শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্থ করে। তাই অভিযুক্ত শিক্ষকের দ্রুত বিচারের দাবি জানাই। অভিযুক্ত ওই শিক্ষকের বক্তব্য জানতে মোবাইল নম্বরে কল করা হলে তিনি কল রিসিভ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, শিক্ষার্থীর পরিবার অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বদরগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন জানান, অভিযুক্ত ওই শিক্ষক খন্ডকাীন হিসেবে পাঠদান করায়। অভিযোগ জানার পর ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth