৮ চৈত্র, ১৪৩১ - ২২ মার্চ, ২০২৫ - 22 March, 2025

মাঠে আলু তুলতে গিয়ে বদরগঞ্জে বজ্রাঘাতে নিভে গেল বৃদ্ধার প্রাণ

আমাদের প্রতিদিন
3 weeks ago
76


আঞ্চলিক প্রতিনিধি:

বজ্রাঘাতে নিভে গেল সাহিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার প্রাণ। বজ্রাঘাতে ওই বৃদ্ধার শরীরে আগুন ধরে যায় বলে তাঁর স্বজনরা জানান। এতে তাঁর ছেলে আনিছুর রহমান(৪০) ও নাতনি আজমিনা আক্তার (১৩) গুরুতর আহত হন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালের দিকে ঘটনাটি ঘটে রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালীগঞ্জ মন্ডলপাড়ায়। সকালে মাঠে আলু তুলতে গিয়ে বজ্রাঘাতের কবলে পড়ে তিনি নিহত হন।

স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার রংপুর অঞ্চলে ভোর থেকে শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টি। এর মাঝেই মা সাহিদা বেগমকে সঙ্গে নিয়ে আনিছুর রহমান মাঠে আলু তুলতে যান। বৃষ্টির সঙ্গে শুরু হয় মেঘের গর্জন। এসময় বজ্রাঘাতে সাহিদা বেগম ঘটনাস্থলে নিহত হন। এতে তারঁ শরীরে আগুন ধরে যায়। আহত হন তার ছেলে আনিছুর রহমান। তাঁকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক(আরএমও) শাকীর মোবাস্বির জানান, বিষয়টি আমার জনা নেই।

নিহতের স্বজন সাইদুল ইসলাম বলেন, হালকা বৃষ্টির মধ্যে মা-ছেলে ও নাতনি আলু তুলতে যায়। বজ্রপাতে সাহিদা বেগমের গায়ে আগুন ধরে ঘটনাস্থলে নিহত হন। একই সময়  ছেলে নিহতের নাতনি গুরুতর আহত হন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth