৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

পলাশবাড়ীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে এলাকাবাসী পথচলা

আমাদের প্রতিদিন
3 weeks ago
126


বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :

গাইবান্ধার পলাশবাড়ীতে দুমড়ে যাওয়া ব্রীজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে বিভিন্ন যানবাহন ও পথচারীরা।

সরেজমিন গিয়ে জানা যায়,পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের টেংরা-বাদিয়াখালী রাস্তার ঋষিঘাট করতোয়া নদীর পার্শ্বে পূর্বের বাদপড়া নদীর চাউলডুবা ও পোড়াদহ বিলের পানি নদীর সাথে সংযোগ কাশিয়াবাড়ী-রানীগঞ্জ জনগুরুত্বপূর্ণ রাস্তাটির উল্লেখিত জায়গায় প্রায় ৭ বছর পূর্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় ব্রীজটি নিমাণ করা হয়। বর্তমানে ব্রীজটির মাঝখানে দুমড়ে যাওয়া এবং ফাটল ধরায় বিভিন্ন যানবাহনসহ পথচারীদের দীর্ঘদিন থেকেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

এব্যাপারে অত্র কিশোরগাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল সালাম বলেন বলেন, অত্র এলাকার বিভিন্ন মালামাল ও গরু-ছাগল ক্রয়-বিক্রয়ের জন্য দিনাজপুরের রানীগঞ্জের হাটে যাওয়া আসার একমাত্র পথ এই ঋষিঘাটের রাস্তা। দীর্ঘদিন থেকেই ব্রীজটি দুমড়ে এবং ফাটল ধরায় জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হতে হচ্ছে বিভিন্ন যানবাহন ও পথচারীদের। জরুরী ভিত্তিতে ব্রীজটি সংস্কার না হলে যেকোন মুহুর্তে বড় ধরণের দুর্ঘটনা হতে পারেন বলে জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth