৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

বিরামপুরে মা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আমাদের প্রতিদিন
3 weeks ago
26


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুর উপজেলার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান কাটলা হলি চাইল্ড বিদ্যালয়ে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নতুন শিক্ষার্থীদের সংবর্ধনা, মা সমাবেশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বিদ্যালয় চত্বরে এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাটলা ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মাবুদ। বিদ্যালয় অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক সায়েদ আলী সরকারের শুভেচ্ছা বক্তব্যের পর বক্তব্য রাখেন, প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, প্রধান মেহমান কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলাম, প্রধান আলোচক জেলা সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর মোহাম্মদ এনামুল হক, বিশেষ অতিথি কাটলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, উপজেলা আমীর হাফিজুল ইসলাম প্রমূখ। বক্তারা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার জন্য এবং অভিভাবকদের সীমান্তবর্তী কাটলা এলাকায় মাদক নির্মূলে সোচ্চার হওয়ার আহবান জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth