নাগেশ্বরীতে কৃষি সংশ্লিষ্ট বিভাগের কৌশলগত সহযোগিতা বিষয়ে লিংকেজ সভা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা পর্যায়ে কৃষি সংশ্লিষ্ট বিভাগের কৌশলগত সহযোগিতা বিষয়ে লিংকেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফের্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষি অফিস হল রুমে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড মিশন প্রেয়ারলীগ (ল্যাম্ব হাসপাতাল) এর যৌথ উদ্দোগে “প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে কৃষি সংশ্লিষ্ট দপ্তর/বিভাগের কৌশলগত সহযোগিতা বিষয়ে এই মিটিং অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রকল্পের” টেকনিক্যাল কো-অর্ডিনেটর মনিকৃষ্ণ রায়ের সঞ্চালনায় এতে প্রকল্প কার্যক্রম, লিংকেজ মিটিং এর কীনোট উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জনাব মো. হাফিজুর রহমান। এছাড়াও এ সময় উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও প্রতিনিধি (কৃষি, মৎস্য, লাইভস্টক, বিআরডিবি, আইজিএ সদস্য) ও ল্যাম্ব এনজিও এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।