পীরগঞ্জে পৌর বিএনপি’র সম্মেলনে সাইফুল সভাপতি লিটন সম্পাদক

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:
দলীয় নেতা কর্মিদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রংপুরের পীরগঞ্জ পৌরসভাধীন পীরগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । বুধবার উপজেলা আদর্শ বালিকা বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক সাবেক কাউন্সিলর সাইফুল আজাদ এর সভাপতিত্বে শুরুতেই এ সম্মেলনের উদ্ভোধন করেন রংপুর বিভাগের বিএনপি’র সহ সাংগাঠনিক সম্পাদক আমিনুল ইসলাম । সম্মেলনে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিএনপি’র সহ সাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেক ।এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুন্নবী পলাশ, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেলিম, শাহিনুজ্জামান শাহিন, সদস্য সচিব জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটন, বিএনপি নেতা আনসার আলী, শাজাহান আলী, আতাউর রহমান প্রমুখ।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে পীরগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের উপস্থিতিতে বিনা প্রতিদন্ধিতায় সাইফুল আজাদ সভাপতি এবং ইয়াতিমুল হাসান লিটন সাধারন সম্পাদক নির্বাচিত হন।