রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর ইউনিয়নের নব-নির্বাচিত পরিষদের সংবর্ধনা ও শপথ পাঠ অনুষ্ঠিত

মহানগর প্রতিবেদক:
রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর ইউনিয়নের (যার রেজিঃ নং-রাজঃ ৯২১) ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সংবর্ধনা ও শপথ পাঠ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠানে শপথ পাঠ করান রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর ইউনিয়নের কার্যালয়ের সামনে উক্ত সংবর্ধনা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির কমিটির চেয়ারম্যান মাহাবুবার রহমান মঞ্জু, সদস্য আলহাজ্ব আমির হোসেন, আলহাজ্ব আশিকুর রহমান, রবিউল ইসলাম, আফজাল হোসেন, রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর ইউনিয়ন অফিসের সিনিয়র সচিব মহি উদ্দিন চিশতি, সচিব মোঃ রফিকুল ইসলাম সনজুছাড়াও ইউনিয়নের রংপুর জেলার বিভিন্ন ইউনিটের সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কারমাইকেল বিশ্বঃ কলেজের সাবেক ভিপি আলা উদ্দিন মিয়া, ডেইরী ফার্মাস এসোসিয়েশনের রংপুর জেলা ও বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর মালিক সমিতির সভাপতি জোবায়ের প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠের মাধ্যমে শুরু করে অতিথি ও নব-নির্বাচিত কমিটিকে বরণ, শপথ পাঠ, অতিথিদের বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়।
উল্লেখ্য-রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর ইউনিয়নের (যার রেজিঃ নং-রাজঃ ৯২১) ২২ ফেব্রুয়ারি ত্রি-বার্ষিক নির্বাচনে কমিটির মোট ২১ টি পদের বিপরীতে ৩৭জন প্রার্থী নির্বাচন করে, ইউনিয়নের মোট ভোটার ৪ হাজার ২৩০ জন, নির্বাচনের নির্ধারিত সময় শেষে ব্যালট বাক্সে মোট ভোট পড়ে ৩ হাজার ৪৫২টি। গত ২৩ ফেব্রুয়ারি ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। চূড়ান্ত নির্বাচনী ফলাফল অনুযায়ী ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক, সহ সভাপতি বাবলু মিয়া, নুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান আজাদ, অর্থ সম্পাদক কামরুজ্জামান ফারুক, সড়ক সম্পাদক জামাল উদ্দিন, শাহরিয়ার কবির রাজ, হামিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক হারুন অর রশিদ ভুট্টু, শ্রমিক কল্যাণ সম্পাদক জাহেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আনিছুর রহমান আনিছ, কার্যকরী সদস্য সোনা মিয়া, মাহাতাব আলী, সহিদুল ইসলাম, শফিকুল ইসলাম টিপু, সহিদ মিয়া সাঈদ নির্বাচিত হয়েছেন।