৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

তারাগঞ্জে বাধারমুখে বন্ধ নারী ফুটবল টুর্নামেন্ট নখেলা অবশেষে অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
96


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

তারাগঞ্জে ইসলামী আন্দোলন ও ইত্তেহাদুল উলামা নামের সংগঠনের বাধাঁর মুখে বন্ধ নারী ফুটবল টুর্নামেন্ট খেলা অবশেষে পূর্নরায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে স্থানীয় বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের সহযোগীয় ঢাকা গাজীপুর বনাম জয়পুরহাট নারী ফুটবল দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও খেলার আযোজক কমিটি সূত্রে জানাগেছে, সয়ার ইউনিয়নের যুবসমাজ নারী ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করেন স্থাণীয় বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে। ইতি মধ্যে ৪টি বেশ কয়েকটি জেলার নারী ফুটবল টিমের খেলা অনুষ্ঠিত হয়। গত ৬ ফেব্রুয়ারি ওই মাঠে রাজশাহী ও জয়পুরহাট নারী ফুটবল টিমের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে ওইদিন সকালে উপজেলা শাখার ইসলামী আন্দোলন ও ইত্তেহাদুল উলমা নামের একটি সংগঠনের নেতা-কর্মিরা খেলা বন্ধ রাখার হুশিয়ারি প্রদান করেন আয়োজক কমিটিকে। এছাড়াও ইত্তেহাদুল উলামা নামের সংগঠনের পক্ষ থেকে নারী দলের খেলা বন্ধ রাখতে উপজেলা প্রশাসনকে লিখিত অভিযোগ করেন। এতে করে উপজেলা প্রশাসন আয়োজক কমিটি ও   ইসলামী আন্দোলন ও ইত্তেহাদুল উলামা নামের সংগঠনের নেতাকর্মিদের নিয়ে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত পর্যন্ত কয়েক দফায় আলোচনা করেও কোন সুরাহা করতে পারেনি। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে খেলা বন্ধ করে মাঠে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। এর ফলে নারী ফুটবলারা না খেলেই ফিরে যান। গত ২০ ফেব্রুয়ারি আয়োজক কমিটি নারী ফুটবল দলের খেলার জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলে প্রশাসন সম্মতি দেয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বিকালে ওই মাঠে ঢাকা গাজিপুর বনাম জয়পুরহাট নারী ফটবল দলের খেলা অনুষ্টিত হয়। খেলাটি বিকাল ৪ টায় শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত। শেষ পর্যায়ে দু পক্ষের মধ্যে গোল করতে না পারায় অবশেষে ট্রাইব্রেকারের মাধ্যমে গাজিপুর নারী ফুটবল দল ৩-২ গোলের ব্যবধানে জয়পুরহাট নারী ফুটবল দলকে পরাজিত করে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth