৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

পুলিশ জনগণ এক সাথে কাজ করলে অপরাধ কমবে ..... এডিশনাল ডিআইজি

আমাদের প্রতিদিন
3 weeks ago
104


পীরগঞ্জ প্রতিনিধি :

পুলিশ ও জনগণ এক সাথে কাজ করলে সামাজিক অপরাধ ও বিশৃঙ্খলা কমে আসবে বলে মন্তব্য করেছেন পুলিশের রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ শরিফ উদ্দীন। বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পুলিশ সার্কেল অফিস পরির্দশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি  বলেন, জুলাই গণ অভুত্থ্যানের পর পুলিশ বাহিনীতে যে ট্রমা ছিল তা অনেকটাই কেটে গেছে। রংপুরে পুরোদমে কাজ করছেন তারা। আইন শৃঙ্খলা ও জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। অপরাধ এবং অপরাধিদের বিরুদ্ধে যে লড়াই, তা পুলিশের সাথে সর্বস্তরের নাগরিক এগিয়ে আসলে অপরাধ কমানো সহজ হবে। মাদক, জুয়া, চাঁদাবাজি, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ করা সহ অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে।এক্ষেত্রে কাউজে ছাড় দেওয়া হবে না।

চলমান আপারেশ ডেভিল হান্ট পরিচালনায় রংপুর রেঞ্জ পুলিশ সফল দাবী করে এডিশনাল ডিআইজি আরো বলেন, তারা এরই মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার করা সহ বেশ কিছু সফলতা অর্জন করেছেন। এর জন্য পুলিশ অফিসারদের পুরস্কৃতও করা হচ্ছে।

এ সময় জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন রায়, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth