৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

আমাদের প্রতিদিন
3 weeks ago
106


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেলাল হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। 

শনিবার ( ১ মার্চ) দুপুরে উপজেলার নেওয়াশী ইউনিয়নে হিরার ভিটা নামক এলাকার ধান ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অটো চালক বেলাল হোসেন ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামের নুরনবী মিয়ার ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, রাস্তার পাশে ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। ধারনা করা হচ্ছে রাতে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে যাওয়া হয়েছে।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, চালক ও অটোরিকশাটি ফুলবাড়ী থেকে নিয়ে এসে নাগেশ্বরী  এলাকায় নিয়ে ঘটনাটি ঘটানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে অটো রিকশা ছিনতাইয়ের কারণে হতে পারে। লাশ থানায় নিয়ে এসে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত ছাড়া আসল ঘটনা বলা যাচ্ছে না। আর আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth