৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

পীরগঞ্জ বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক প্রচারনার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আমাদের প্রতিদিন
3 weeks ago
82


পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবে শনিবার দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ উন নবী পলাশ চৌধুরী সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁর ছবি সম্বলিত পোষ্টার ছাপিয়ে একটি কুচক্রি মহল তাঁকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এ অপকর্ম করেছে।

 সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন- দলকে আজ আমি একটি অনাকাঙ্খিত বিষয়  আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি- পীরগঞ্জের বিভিন্ন স্থানে আমার ছবি সম্বলিত বিশেষ ধরনের পোষ্টার দৃশ্যমান হচ্ছে। কথিত রয়েছে পরিবর্তনের স্বপ্নে বিভোর পীরগঞ্জ বাসীর প্রচারনায় উক্ত পোষ্টারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -৬ (পীরগঞ্জ) আসনে পীরগঞ্জ পৌর বিএনপি ও উপজেলা বিএনপির নেতা কর্মী ও সমর্থক বৃন্দ আমাকে এমপি প্রার্থী হিসেবে দেখতে চায় বলে উল্লেখ করে আমার ছবি ব্যবহার করা হয়েছে। রাতারাতি ছড়িয়ে দেয়া উক্ত পোষ্টারের বিষয়টি আমি অবহিত হয়ে হতবাক ও মর্মাহত হয়েছি। আমার অজান্তে যারা এমন পোষ্টার ছাঁপানোর মাধ্যমে পীরগঞ্জ বাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে আমি তাদের প্রতি ঘৃনা ও ধিক্কার জানাচ্ছি।

তিনি বলেন- আমরা রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে দলকে এগিয়ে নিচ্ছি। আগামীতে যাতে আমাদের নেতা সাইফুল ইসলামকে বিপুল ভোটে নির্বাচিত করতে পারি। এজন্য নিরলস কাজ করে যাচ্ছি। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট দোষীদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি। এ সময় উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মিরা তাঁর সাথে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth