বিরল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য দিপঙ্কর রায় এর পিতা নরেন্দ্রনাথ রায় এর পরলোক গমন

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক মানব কন্ঠের বিরল উপজেলা প্রতিনিধি দিপঙ্কর রায় এর পিতা ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক প্রধান শিক্ষক (অবঃ) নরেন্দ্রনাথ রায় (৭৫) বার্ধক্যজনিত রোগাক্রান্ত অবস্থায় রোববার দুপুর ১২.৪৫ মিনিটে নিজ বাসভবনে পরলোক গমন (দিব্যান লোকান স্বগচ্ছতু) করেছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে, সাতী-নাতনীসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সন্ধ্যায় স্থানীয় শ্মশ্মানঘাটে তাঁর অন্তেষ্টিক্রীয়া সম্পন্ন করা হয়।