হরিদেবপুর ইউনিয়নে টিসিবি মাল বিতরণ

আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:
রংপুর সদর উপজেলার .২নং হরিদেবপুর ইউনিয়নের স্মাট ফ্যামিলি কার্ডধারীদের টিসিবি মাল বিতরণ করা হয় ৷ গতকাল সোমবার স্মাট ফ্যামিলি (টিসিবি) কার্ডের মালামাল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন অত্র ২নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ চান মিয়া রাজু৷ মাল বিতরণ কার্যক্রম হলো কার্ড নং ০১হতে ৫৩৩পযর্ন্ত মেসার্স মিথিলা ট্রোডার্স রতিরামপুর বাজার, কার্ড নং ৫৩৪ হইতে ১০৩৩ পযর্ন্ত মেসার্স সাজ্জাদ ট্রোডার্স পাগলাপীর হাফেজিয়া মাদ্রাসা মাঠে সকাল ০৯:০০হতে বিকাল ০৫:০০টা পর্যন্ত স্মাট ফ্যামিলি(টিসিবি) কার্ডের মালামাল বিতরন করা হয়েছে৷ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ চান মিয়া রাজু বলেন আমার ইউনিয়নের শুধু যারা স্মাট ফ্যামিলি কার্ড পেয়েছে শুধু তারাই টিসিবির মালামাল উত্তোলন করিতে পারিবেন। রমজান মাসে টিসিবি কার্ডের মাল পেয়ে খুশি অনেক পরিবার৷