৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

গঙ্গাচড়ায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নগদ অর্থ বিতরণ

আমাদের প্রতিদিন
2 weeks ago
137


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় সেকেন্ডারি স্কুল এনরোলমেন্ট অব গার্লস প্রোজেক্টের আওতায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, স্কুল ব্যাগ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) জাগরণী চক্র ফাউন্ডেশন   আয়োজিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা। শিক্ষার্থীদের স্বপ্নপূরণে তার অবদান ও অনুপ্রেরণা এলাকার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইউএনও মাহমুদ হাসান মৃধা শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, স্কুল ব্যাগ ও নগদ অর্থ তুলে দেন। তিনি বলেন, "মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি শিক্ষাজীবনে এগিয়ে যেতে পারে, তবে একদিন সমাজের নেতৃত্ব দেবে।"

তিনি আরও বলেন, "সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই সহায়তা তাদের স্কুলে যাওয়ার পথকে আরও সহজ করবে এবং ভবিষ্যতে সমাজ গঠনে অবদান রাখতে উদ্বুদ্ধ করবে।"

এই উদ্যোগের আওতায় উপজেলার পাঁচটি প্রতিষ্ঠানের মোট ৫৯ জন শিক্ষার্থীকে সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ১০ জন ছাত্রীকে বাইসাইকেল ও স্কুল ব্যাগ এবং ৪৯ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও নগদ অর্থ প্রদান করা হয়। বাইসাইকেল ও শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। তারা ইউএনও মাহমুদ হাসান মৃধাসহ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth