৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

বড় পুকুরিয়ায় কর্মচারীদের আমরন অনশনের ৫ দিন অতিবাহিত অসুস্থ অনেকে

আমাদের প্রতিদিন
2 weeks ago
80


মুসলিমুর রহমান, পার্বতীপুর দিনাজপুর:

বড় পুকুরিয়া কয়লা খনির আন্দোলন রত আউট সোর্সিং ২৮৭ জন কর্মচারীর চাকুরী স্হায়ী করন দাবির এখনো কোন সমাধান হয়নি। কেন্দ্রীয় ভাবে ঢাকা সহ সারা দেশে কর্মসুচীর অংশ হিসেবে নানা ক্যাটাগরির আউট সোর্সিং কর্মচারীরা শেষ পর্যন্ত আমরণ অনশণ কর্মসুচী শুরু করেছে বড় পুকুরিয়া কয়লা খনির সার্ফেস ভাগের মসজিদের সামনে। বৃহস্পতিবার থেকে শুরু করে তিন দিন অতিবাহিত হলেও নিরন্ন কর্মচারীদের অনশন ভাঙার কোন উদ্যোগ নেয়া হয়নি। ইতো মধ্যে গোলাম রব্বানী নামক এক কর্মচারীকে অসুস্থ্য অবস্হায় ফুলবাড়ি স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্যালাইন দেয়া হচ্ছে। শ্রমিক আশরাফুল ইসলাম জানান,২০০০ সালের গোড়ার দিক থেকে উদ্ধে কর্মকর্তা নিম্নে কর্মচারী পর্যন্ত আউট সোর্সিং পন্হায় জনবল নিয়োগ দেয়া হয় খনিতে। কর্মকর্তাদের জিএম ডিজিএম পর্যন্ত করা হলেও সাধারণ ২৮৭জন কর্মচারীর ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। অনেকের বয়স শেষের পথে এই বেদনা বুকে নিয়ে তারা দারিদ্র্যের মধ্যে জীবন যাপন করছে । স্যালাইন চলাবস্হায় শ্রমিক আফজাল বলেন, অফিসারদের চাকরি স্হায়ী করন করা হয় কিন্তু খনি কতৃপক্ষ আমাদের দিকে তাকায় না। জানা যায় ২২ ফেব্রুয়ারী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সারা দেশের হাজার হাজার শ্রমিক কর্মচারী চাকুরী স্হায়ী করনের দাবিতে টানা ছয়দিন ধরে অবস্হান কর্মসুচী শুরু করে। সেখানে পুলিশের এ্যাকশানে প্রায় শতাধিক কর্মচারী আহত হয়। এর পর কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক স্ব স্ব প্রতিষ্ঠানে ফিরে আউট সোর্সিং কর্মচারীরা আমরন অনশন শুরু করে। এ ব্যাপারে খনির জিএম( প্রশাসন)  সানাউল্লাহ নুরীর সাথে কথা হলে জানান বিষয়টি সম্পুর্ন উপরের আমাদের কারোরই করার কিছু নাই।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth