৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

আমাদের প্রতিদিন
2 weeks ago
29


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল বাকী (৭০) নামের একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ মঙ্গলবার সকাল ১০ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল বাকী(৭০) উপজেলার মারুপাড়া এলাকার মৃত আব্দুল কাফির ছেলে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের সামনে থেকে এই বৃদ্ধা সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী আব্দুল বাকী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth