৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

গঙ্গাচড়া ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
164


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঙ্গাচড়া উপজেলা শাখার আওতাধীন গঙ্গাচড়া ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৩ মার্চ) উপজেলা মাল্টিপারপাস হলরুমে সম্মেলন শেষে কমিটি গঠনের লক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ওয়াহেদুজ্জামান মাবু। এ সময় উপজেলা বিএনপি'র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনে মোঃ আব্দুল গফুর (চেয়ার প্রতীক) ২৩৬ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আশরাফুল ইসলাম (হাতি প্রতীক) পেয়েছেন ১৯৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে নওশা মিয়া (মই প্রতীক) ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আশিকুর জামান (ফুটবল প্রতীক) পেয়েছেন ১৬৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবুল বাসার আল বাপ্পি (তালা প্রতীক) ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী মোঃ লোকমান মিয়া (মোরগ প্রতীক) পেয়েছেন ১৬০ ভোট।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন। এদের মধ্যে ৪৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নির্বাচনী পর্ষদের সদস্যরা।

সম্মেলনে দলীয় নেতারা বলেন, নতুন কমিটি গঙ্গাচড়া ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth