৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

গাছে গাছে আমের মুকুলের মিষ্টি গন্ধে সুবাশিত হয়ে উঠেছে সদর উপজেলা

আমাদের প্রতিদিন
2 weeks ago
61


আঃ রহিম, পাগলাপীর রংপুর:  

সবুজ পাতা ভেদ করে বেরিয়ে আসছে আম চাষিদের সোনালী স্বপ্ন। কিছু দিনের মধ্যেই আমের মুকুলের মিষ্টি গন্ধে সুবাশিত হয়ে উঠবে প্রকৃতি। রংপুর সদর উপজেলার, পাঁচ ইউনিয়নের  বিভিন্ন গ্রামে দেখা গেছে, বেশ কিছু আম গাছে সবুজ ডাল-পালার মধ্যে উঁকি দিচ্ছে মুকুল। মুকুলের সৌরভ ছড়িয়ে পড়েছে বাতাসে। কয়েক দিনের মধ্যেই দেশের প্রতিটি জাতের আম গাছগুলোতে পুরোদমে আসতে শুরু করবে আমের মুকুল। আর সে জন্য আগেই বাগানচাষিরা তাঁদের বাগান পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন, জোরেশোরেই শুরু করেছেন বাগানের যত্ন নেওয়া। আগাম মুকুল দেখে আমচাষিরা অনেকে খুশি। স্থানীয় আমচাষি  চান জানান, 'আমগাছের প্রাথমিক পর্যায়ের পরিচর্যা শুরু করেছি আমি। মুকুলের মাথাগুলোকে পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য ওষুধ স্প্রে করছি।  রংপুর সদর উপজেলার, পাঁচ ইউনিয়নের  বিভিন্ন এলাকার প্রায় গাছেই আমের মুকুল আসা শুরু হয়েছে। এদিকে রংপুর সদর উপজেলা কৃষি অফিসার আবু মোঃ মনিরুজ্জামান বলেন এবার  প্রাকৃতিক পরিবেশ অনুকুল থাকায় আম ,লেচু সহ পাশাপাশি সকল ফসল বামপার ফলনের সম্ভাবনা রয়েছে। কৃষি অফিসার আবু মোঃ মনিরুজ্জামান আরো বলেন  আমরা আম চাষিদের পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য সবসময় পরামর্শ দিয়ে আসতেছি।  এবার আমের ফলন ভালো হবে।   

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth