বদরগঞ্জে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতি রক্ষায় সভা অনুষ্ঠিত

আঞ্চলিক প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে 'সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি' সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়নের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বদরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সাবেক এমপি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজন করেন, পিস ফ্যাসিলিটেটর্স গ্রুপ (পিএফজি) বদরগঞ্জ, রংপুর। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন, জয়নাল আবেদিন, এনামুল হক, শিক্ষক তাজকুর রহমান, সাবেক কাউন্সিলর খায়রুল আনাম কোহিনুর , রাজনৈতিক নেত্রী সাহেদা হাসান, শিক্ষক রায়হান হাবিব প্রমুখ। এছাড়াও হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে ও জেলা কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন।