৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

রাজারহাটে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
68


কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপি আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুরে উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে এই সমাবেশ  অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা'র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়োকোবাদ।

বিশেষ অতিথি ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব।

এসময় প্রধান বক্তা বলেন,গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। হত্যা,গুম,গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে বলে তিনি বলেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,চাকিরপশার ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো: আসাদুজ্জামান টিটু,উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth