গঙ্গাচড়া ইউসিসিএ লিঃ এর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন রংপুরের গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিঃ এর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউপি সদস্য ও ইউসিসিএ সদস্য মোজাম্মেল হক। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ হাসানুজ্জামান।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ আবতাবুজ্জামান চয়ন, সদস্য ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কৃষ্ণ কান্ত রায় ও সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ জীবন মিয়া।
সমিতির নির্বাচনী তফসিল অনুযায়ী গত ২৪ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের পর কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটির সভাপতি নির্বাচিত হন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও দলিল লেখক সমিতির সভাপতি মোঃ চাঁদ সরকার। সহ-সভাপতি নির্বাচিত হন মোঃ জাহাঙ্গীর হোসেন। এছাড়া পরিচালক পদে নির্বাচিত হন মোঃ আমজাদ হোসেন, মোঃ আলাউর রহমান, মোঃ মোজাম্মেল হক, মোঃ আব্দুল কাদের, মোঃ নুর ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম। নবনির্বাচিত কমিটি সমবায়ের কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন সম্ভব এবং এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভায় স্থানীয় সমবায়ী সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।