৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

মিথ্যাচার ও কটূক্তির প্রতিবাদে রংপুরে ম্যাটস শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
354


মহানগর প্রতিবেদক:

ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে মিথ্যাচার ও কটূক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ। শনিবার (৮ মার্চ) বিকেলে রংপুর নগরীর এনজিও ফোরাম হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চার দফা দাবিগুলোন হলো *শূন্য পদে দশম গ্রেডে নিয়োগ দেওয়া।

*সরকারি ও বেসরকারি পর্যায়ে পদ সৃজন। * কোর্স কারিকুলাম সংশোধন এবং ইন্টার্নশিপ ভাতা প্রদান। *প্রস্তাবিত হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড গঠন ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা।

এই চার দফা দাবি তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় দুই দফা প্রতিশ্রুতি দিলেও এসব দাবি বাস্তবায়ন হয়নি। বরং, কিছু এমবিবিএস গ্রাজুয়েশন চিকিৎসক উচ্চ আদালতের বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপের অপচেষ্টা চালাচ্ছেন, যা নিন্দনীয়।

বৈষম্যের শিকার ডিপ্লোমা চিকিৎসকরা সংবাদ সম্মেলনে আরও বলেন, কর্মক্ষেত্রে এমবিবিএস ডাক্তারদের বৈরী আচরণের কারণে ডিপ্লোমা চিকিৎসকরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। এ সময় তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে সকল প্রকার বৈষম্য দূর করবে এবং তাদের দাবি মেনে নেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন রংপুর জেলা শাখার সভাপতি ডা. রুহুল আমিন, সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন ও কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ডা. বেলাল হোসেন। এ সময় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন ও ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার এসোসিয়েশন শিক্ষার্থীরা দাবির প্রতি ঐক্যমত প্রকাশ করে সংবাদ সম্মেলনে অংশ নেয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth