৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

রৌমারীতে ২৭ দিন ধরে দোকান কর্মচারী নিখোঁজ

আমাদের প্রতিদিন
1 week ago
71


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে ২৭ দিন ধরে ইসলাম উদ্দিন (২৮) নামের এক দোকান কর্মচারী নিখোঁজ হয়েছেন। গত ১০ ফেব্রুয়ারি রৌমারী সদর বাজার থেকে নিখোঁজ হয়।

পরে শনিবার রাতে থানায় একটি অভিযোগ করেন নিখোঁজ সন্তানের বাবা আকবর আলী। নিখোঁজ দোকান কর্মচারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বাউশমারী গ্রামের আকবর আলীর ছেলে।

রোববার দুপুরে নিখোঁজ সন্তানের বৃদ্ধ বাবা আকবর আলী বলেন, ১০ বছর ধরে রৌমারী বাজারের কদম আলী নামের এক ব্যবসায়ীর হার্ডওয়্যারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসছে তার সন্তান ইসলাম উদ্দিন। গত ১০ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে প্রতিদিনের ন্যায় ওই দোকানে কাজে যান তার সন্তান। ওইদিন রাতে বাড়িতে ফেরার কথা থাকলেও ফিরেননি তিনি। খোঁজাখুঁজির একপর্যায়ে দোকান মালিক কদম আলীর কাছে গিয়ে জানতে চান তার সন্তান কোথায়? তখন দোকান মালিক কদম আলী তাকে বলেন, আমি কিছু জানি না। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগি বাবা আকবর আলী।

তিনি আরও বলেন, ‘আমরা গরিব মানুষ, কার কাছে গেলে সন্তানকে ফিরে পাবো।’ এ নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

বিষয়টি নিয়ে কথা হয় দোকান মালিক কদম আলীর সঙ্গে। তার দাবি, ইসলাম উদ্দিন ও নুর আলম নামের দুই দোকান কর্মচারী যোগসাজসে দোকানের টাকা নিয়ে পালিয়েছে। তবে এ বিষয়ে তিনিও একটি সাধারণ ডায়েরী করেছেন।

রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী জানান, এ বিষয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যেমে লোকেশন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দেখা গেছে কক্সবাজারে। তারপরও বিষয়টি দেখা হচ্ছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth